ছয় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ডুয়েটে সিভিলাইজেশন সিজন–২

আন্তঃবিশ্ববিদ্যালয় মেগা ইভেন্ট ‘সিভিলাইজেশন সিজন–২’
আন্তঃবিশ্ববিদ্যালয় মেগা ইভেন্ট ‘সিভিলাইজেশন সিজন–২’ | ছবি: এখন টিভি
0

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যাল আন্তঃবিশ্ববিদ্যালয় মেগা ইভেন্ট ‘সিভিলাইজেশন সিজন–২’ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দেশের ২৯টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৯৫টি টিমের ছয় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ডুয়েটে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সহযোগিতা করা এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

এছাড়াও জাতীয় জীবনে বিভিন্ন সংকটের সমাধানে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিভাবে পালন করতে হয় সে বিষয়েও ধারণা পেতে সহযোগিতা করা। ফেস্টিভ্যালে মোট ৯টি সেগমেন্ট ছিল।

দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় থেকে বিচারকমণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরস্কার হিসেবে ২ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন সেগমেন্টে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে এ পুরস্কার প্রদান করা হবে।

ইভেন্টগুলোর মধ্যে ছিল— হাইড্রো হারমনি, মেকানিক্স হিরোজ, স্ট্রাকচারাল সুডোকু, ট্রাস ট্রেকার, মিক্স মাস্টার, ড্রাফটিং ডার্বি, পোস্টার ইমপোস্টার, কুয়াক কুয়েস্ট এবং থ্রিলার বাজার।

এএইচ