অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘ছাত্ররা না এগিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থান হতো না, ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। ছাত্রদলের নেতৃবৃন্দরাও নেপথ্যে থেকে ছাত্রদের অনুপ্রেরণা যুগিয়েছে, সহায়তা করেছে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন প্রমুখ।





