ইসরাইলি সেনাবাহিনী একটি নোটিশ জারি করে বলেছে, গাজার কাছে সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো এবং অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে। জিম্মিদের মুক্তির জন্য হামাসের আয়োজিত হস্তান্তর অনুষ্ঠান নিয়ে অসন্তোষ জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
এসব অপমানজনক অনুষ্ঠান বন্ধ না করলে ফিলিস্তিনি জিম্মিদের মুক্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এদিকে হামাস বলছে ৬২০ জন বন্দি ফিলিস্তিনির সবাইকে মুক্ত না করলে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তারা।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভেস্তে যেতে বসেছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা।