স্থানীয় সময় আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুটি এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে থাই বাহিনী তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে।
এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ শেষে শুক্রবার থাইল্যান্ড-কম্বোডিয়া ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাত না পেরুতেই থাইল্যান্ডে বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার অভিযোগ তুললো কম্বোডিয়া।
আরও পড়ুন:
সোমবার থেকে শুরু হওয়া লড়াইয়ে উভয় দেশে কমপক্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আনুমানিক ৬ লাখ বাসিন্দা। এর আগেও জুলাইয়ে বিতর্কিত সীমান্ত অঞ্চল নিয়ে সংঘর্ষে জড়ায় ব্যাংকক-নমপেন।





