রায়েদ সাদ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলেও দাবি করা হয়।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শনিবারের ওই হামলায় হামাসের ৪ সেনাসদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৮০০ বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল।





