বিদেশে এখন , ভ্রমণ
আন্তর্জাতিক বাণিজ্য
0

চলতি বছর কাতারে পর্যটক বেড়েছে ২৫ শতাংশ

২০২৩ সালের আগস্টের চেয়ে চলতি বছরের আগস্ট পর্যন্ত কাতারে পর্যটকদের আনাগোনা বেড়েছে ২৫ শতাংশ। অ্যারাবিয়ান গালফ বিজনেস ইনসাইটের প্রতিবেদন বলছে, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের মতো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের পর থেকে দেশটিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকান পর্যটকদের সংখ্যা বেড়েছে।

পর্যটনকেন্দ্র আল কার্নিশ সাগরপাড়। কাতারের রাজধানী দোহায় এলেই পুরোন এই নৌবন্দরে একবার ঢু মারবেনই পর্যটকরা। ইতালির ভেনিস শহরের আদলে গড়া নগর আর সবুজে ঘেরা বন্দর- উষ্ণতম দিনের ক্লান্তি ভুলিয়ে দেয় নিমেষেই।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সুনাম কুড়িয়েছে কাতার। সেসময় বাড়ানো হয় পর্যটন কেন্দ্র, আধুনিক ও অভিজাত হোটেল ও বিনোদন কেন্দ্রের সংখ্যা।

ন্যাশনাল প্লানিং কাউন্সিলের পরিসংখ্যানের তথ্য বলছে, ২০২৩ সালে কাতারে বেড়াতে আসা ৩ লাখ ২৮ হাজার পর্যটকের মধ্যে ৪১ শতাংশই ছিলো সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের। যদিও, কাতারের পর্যটন খাতের সবচেয়ে বড় অর্জন পশ্চিমা দেশগুলোর পর্যটকদের আস্থা অর্জন।

গেল এক বছরে দেশটিতে মার্কিন পর্যটকের সংখ্যা বেড়েছে ৫৬ শতাংশ। ন্যাশনাল প্লানিং কাউন্সিলের তথ্য বলছে, ২০২৩ থেকে ২০২৪ এর আগস্ট পর্যন্ত ইউরোপ থেকে কাতারে বেড়াতে এসেছেন অন্তত ৭০ হাজার ৬০০ পর্যটক।

২০২৩ এর তুলনায় ইউরোপের পর্যটক সংখ্যা বেড়েছে ৪৫ শতাংশ আর আফ্রিকান পর্যটকদের সংখ্যা বেড়েছে ৩৯ শতাংশ। বিদেশি এই পর্যটকদের ৬৪ শতাংশ আসেন আকাশ পথে আর স্থলবন্দর হয়ে আসেন ৩৫ শতাংশ পর্যটক।

পর্যটন খাতে বিনিয়োগের সুবাদে গেল দুই বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা হয়েছে কাতারের ভাণ্ডারে। বিশেষ করে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় ভিশন ২০৩০ এর আওতায় বেশ কয়েকটি মেগা ইভেন্ট আয়োজনের পরিকল্পনা আছে দেশটির।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর