কানাডার ওপর শুল্কারোপ দ্বিগুণ করার সিদ্ধান্ত থেকে সরেছেন ট্রাম্প

কানাডার ওপর শুল্কারোপ দ্বিগুণ করার সিদ্ধান্ত থেকে সরেছেন ট্রাম্প | এখন টিভি
0

মার্কিন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর হুমকির জেরে এবার কানাডার ওপর শুল্কারোপ দ্বিগুণ করার সিদ্ধান্ত থেকে সরে আসলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সারাবিশ্বে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ কার্যকর হয়েছে বুধবার (১২ মার্চ) মধ্যরাত থেকে।

ভয়াবহ বাণিজ্যযুদ্ধ ও নিজ দেশের ক্ষতির আশঙ্কায় কানাডার ওপর শুল্কারোপ দ্বিগুণ করার ঘোষণা থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারই ঘোষণা দিয়েছিলেন, কানাডার পণ্যে শুল্কারোপ ৫০ শতাংশে উন্নীত করা হবে। এরপর অন্টারিও ঘোষণা দেয়, মিনেসোটা, মিশিগান আর নিউইয়র্কের গ্রাহকদের জন্য ২৫ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম। কয়েক ঘণ্টার মধ্যেই নিজের আগ্রাসী সিদ্ধান্ত থেকে সরে এসে ট্রাম্প জানান, আপাতত বাড়তি শুল্ক কার্যকর হচ্ছে না। একইসঙ্গে অন্টারিও নির্দেশনা দেয়, আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'শুনেছেন, কানাডায় শক্তিশালী একজন আছেন, যিনি বিদ্যুতে শুল্কারোপ করতে চান। আমার মনে হয়, তিনি এই কাজ করবেন না। আমরাও ভাবছি, কানাডার ওপর শুল্ক কমিয়ে দেবো। কিন্তু আমাদের নিজেদের দেশও পুনর্গঠন করতে হবে।'

ওন্টারিও'র প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, 'বারবার হুমকি দেয়া হচ্ছে। এজন্য আমরাও পাল্টা পদক্ষেপ নিচ্ছি। আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। তাদের বুঝতে হবে, শুল্ক আর বিদ্যুৎ নিয়ে আমরা কতটা চিন্তিত। হুমকি না দিয়ে ঠান্ডা মাথায় একসঙ্গে কাজ করাই বুদ্ধিমানের।'

এদিকে সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের আমদানি করা ইস্পাত আর অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে কার্যকরের পর হতাশা প্রকাশ করেছে কানাডা আর অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। সাধারণ কানাডীয়রা বলছেন, এই শুল্কারোপে আরও ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। কানাডার জ্বালানিমন্ত্রী হুমকি দিয়েছেন, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ বাড়াতে চাইলে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের ওপরও শুল্কারোপ হবে।

কানাডার স্থানীয় একজন বলেন, 'হতাশ হয়েছি, বঞ্চিত বোধ করছি, ভেবেছিলাম মার্কিনরা আমাদের বন্ধু। হতাশার সঙ্গে বলতে হচ্ছে, আপনাদের প্রেসিডেন্ট তেমন না যেমনটা আমরা ভেবেছিলাম।'

স্থানীয়ভাবে বসবাসকারী একজন বলেন, 'এই টেনশন, অস্থিরতা আর নেয়া যাচ্ছে না। এমন একজন দেশ চালাচ্ছেন, যেই ব্যক্তি আমাদের বন্ধু হওয়ার কথা। অথচ তিনি আমাদের ব্যঙ্গ করছেন। এটা সহ্য হচ্ছে না।'

দেশের ব্যবসায়ীরা লাভবান হলেও বিশ্বব্যাপী স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্কারোপের পর ক্ষতিগ্রস্ত হবে, চীন, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়াসহ আরও অনেক দেশ। বর্তমানে অ্যালুমিনিয়াম সরবরাহে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এদিকে, এই শুল্ক যুদ্ধ থেকে মুক্তি না পেলেও অস্ট্রেলিয়া জানিয়েছে, আপাতত মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপ করা হবে না।

এসএস