যুক্তরাষ্ট্রে চার শক্তির প্রীতি সিরিজ ‘রোড টু টোয়েন্টি সিক্স’

নেইমার ও আও তানাকা
নেইমার ও আও তানাকা | ছবি: সংগৃহীত
0

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। চার দেশের এ প্রীতি ম্যাচের নাম দেয়া হয়েছে ‘রোড টু টোয়েন্টি সিক্স’।

মার্চে ফিফা আন্তর্জাতিক বিরতির সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বোস্টন, অরল্যান্ডো এবং ওয়াশিংটন ডিসিতে চার দলের এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সূচি অনুসারে আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসে ব্রাজিল ও ফ্রান্স মুখোমুখি হবে।পরদিন অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে কলম্বিয়া।

আরও পড়ুন:

আগামী ২৯ মার্চ কলম্বিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১ এপ্রিল ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এ সিরিজ। জানা যায়, এই সিরিজে ব্রাজিল, ফ্রান্স ও ক্রোয়েশিয়া নিজেদের বিশ্বকাপ জার্সি পরে খেলতে নামবে।

এএম