কামালা-ট্রাম্পের বিতর্কে চীনা নীতি নিয়ে কোনো বার্তা আসেনি!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বিতর্কে চীনা নীতি নিয়ে স্পষ্ট কোনো বার্তা আসেনি কোনো পক্ষ থেকেই। তবে আগে থেকেই চীনা পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা হয়, এমন নীতিই চীনের জন্য বেছে নেয়া হবে। বিশ্লেষকরা বলছেন, নভেম্বরের নির্বাচনে যেই জিতুক না কেন, চীন-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক অস্থিতিশীল থাকবে।