জানুয়ারির প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় তিনি অত্যন্ত গর্বের সঙ্গে নিজেকে একজন বাংলাদেশি হিসেবে পরিচয় দেন।
গত চার দশকের মধ্যে এবারই প্রথম ব্রিজওয়াটার টাউনশিপ কাউন্সিল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে এসেছে। শপথ অনুষ্ঠানে রিদওয়ানার সঙ্গে নতুন আরও দুই কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন:
এ বিশেষ মুহূর্তে রিদওয়ানার স্বামী ও সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন যাদের অনেকে এই মুহূর্তের সাক্ষী হতে কানাডা ও অস্ট্রেলিয়া থেকেও এসেছিলেন।
কাউন্সিলর হিসেবে রিদওয়ানা ইসলা ব্রিজওয়াটারের জন্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের ওপর চাপ সৃষ্টি না করে একটি দায়িত্বশীল বাজেট প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছেন।
শহরের ৩৫ শতাংশ অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী ও ৫০ শতাংশ নারীসহ সব ধর্ম ও সামাজিক গোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব বাসিন্দার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।





