বিক্ষোভ ঘিরে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে, পাল্টা হামলার হুমকি

ডোনাল্ড ট্রাম্প ও আলী খামেনি
ডোনাল্ড ট্রাম্প ও আলী খামেনি | ছবি: সংগৃহীত
0

বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা চালালে ইরানও ছেড়ে দেবে না। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নেয়ার হুমকি দিলো তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল।

বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা চালালে ইরানও ছেড়ে দেবে না। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নেয়ার হুমকি দিলো তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল।

খামেনিতন্ত্রের বিরুদ্ধে ইরানজুড়ে বিক্ষোভের আঁচ আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়,ইরানের বিক্ষোভকারীরা এখন স্বাধীনতা চায়। তাদের সহায়তায় ইরানে হামলার উপায়ও ভাবছে ট্রাম্প প্রশাসন। এমন খবরে বিক্ষোভ ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

এরই মধ্যে পাল্টা হুমকি দিয়েছে তেহরান। হামলা চালালে তার জবাবে ইসরাইল ও মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এ কথা বলেছেন।

আরও পড়ুন:

এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও কোনো শক্তির কাছে মাথা নত না করার বার্তা দিয়েছেন। এমনকি ফেরাউন-নমরুদের মতো ট্রাম্পেরও পতন হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইতোমধ্যে সম্ভাব্য মার্কিন হামলার পাল্টা জবাব দেয়ার প্রস্তুতিও চালাচ্ছে তেহরান।

এমন পরিস্থিতিতে ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরাইল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ইসরাইলি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মার্কো রুবিও ও নেতানিয়াহুর মধ্যে হওয়া ফোনালাপে ইরান ইস্যুতে কি কি কথা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তেল আবিব বলছে, ইরান ছাড়াও গাজা ও সিরিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর। এতে করে তেহরান-ওশিংটনের মধ্যে যুদ্ধের দামামা ক্রমেই ঘনীভূত হচ্ছে।

এএম