রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রির দৃশ্যটি দেখে যে কারোরই মনে হবে এটি বাংলাদেশেরই কোন হাট-বাজার। কিন্তু না; সৌদি আরবের দাম্মামের অন্যতম জনবহুল এলাকা সিকুর চিত্র এটি।
দাম্মাম সিকুতে সবজির বাজার ছাড়াও হোটেল, কাপড়ের দোকান, ট্রাভেল এজেন্সিসহ বিভিন্ন খাতে ব্যবসার ভিত গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এখানে কেবল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানই রয়েছে প্রায় ২০ হাজার। সব মিলিয়ে এলাকাটিতে কর্মরত আছেন প্রায় এক লাখ বাংলাদেশি।
দাম্মাম ছাড়াও সৌদি আরবের প্রায় সব শহরে বাংলাদেশি ব্যবসায়ীদের জয়জয়কার অবস্থা। তবে দাম্মাম শহরে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন প্রবাসীরা।
সব মিলিয়ে সৌদি আরবে অন্তত ৩০ লাখ বাংলাদেশির বসবাস। যারা প্রতিনিয়ত রেমিট্যান্স পাঠিয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। এমনকি বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা।