সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

জনসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা
জনসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা | ছবি: এখন টিভি
0

সাদ্দামের মতো পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনি আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সাদ্দামকে একদিনের জন্যও কারাগার থেকে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করেনি। তার স্ত্রী এবং সন্তানের মরদেহ কারাগারে নেয়ার পর সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে।

আজ (রোববার, ২৫ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে গনসংযোগ পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা জনসভায় উপস্থিত জনতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘সাদ্দাম হয়তো ছাত্রলীগ করতো। কিন্তু ছাত্রদলেও তো এমন কর্মী ছিল ১৫ বছর। যেই নেতাকর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাতে গিয়ে কর্মীর স্ত্রী-সন্তানকে বিষ খেয়ে মরতে হয়; আপনারা কি সেইরকম নেতা চান?’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যাদের পেছনে সাদ্দামের মতো কর্মীরা গত ১৫ বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে; তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয়নি।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর বিএনপির বড় বড় কুতুবের মোবাইলফোন বন্ধ; নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। তখন আপনারা আমাকে পেয়েছেন। নেতা বাছার সময়ও সাবধানে বাছবেন। সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশের কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে।’

জনসভা শেষে রুমিন ফারহানা পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসএইচ