সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা
সাদ্দামের মতো পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনি আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সাদ্দামকে একদিনের জন্যও কারাগার থেকে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করেনি। তার স্ত্রী এবং সন্তানের মরদেহ কারাগারে নেয়ার পর সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে।