এশিয়া
বিদেশে এখন
0

শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধে ইসরাইলকে আহ্বান

২ দিনে ৫ম বারের মতো লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধে ইসরাইলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ। এদিকে লেবানন সফরে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার অঙ্গীকার করেন, দেশটির সরকার, জনগণ ও হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখবে তেহরান। দেশটিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ইরান। এদিকে অব্যাহত আছে হিজবুল্লাহ-আইডিএফ সংঘাত। দক্ষিণাঞ্চলের আরও স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব।

একের পর হামলায় লেবাননে দায়িত্বরত শান্তিরক্ষীদের মিশন বন্ধ করতে বাধ্য করছে ইসরাইল। শুক্রবার নতুন হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক শান্তিরক্ষী। এ ঘটনার পর সরব হয়েছে বিশ্ব। শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধে বিশ্বের ৪০টি দেশ আহ্বান জানিয়েছে ইসরাইলকে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে ফোনালাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

লেবাননে ইসরাইলের যুদ্ধ তুঙ্গে থাকা অবস্থায় বৈরুত সফরে গেলেন ইরানি পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। তিনি (শনিবার, ১২ অক্টোবর) পরিদর্শন করেন সম্প্রতি ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া বৈরুতের আবাসিক ভবন।

দেশটির সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঘালিবাফ জানান, হিজবুল্লাহ ও লেবাননের জনগণ পাশে থাকবে ইরান। এছাড়াও যুদ্ধকবলিত দেশটিতে ত্রাণ পৌঁছাতে তৈরি করা হবে এয়ার করিডোর।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বলেন, 'সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বার্তা বহন করতে এসেছি। এই দুঃসময়েও লেবাননের সরকার, জনগণ ও হিজবুল্লাহ প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান। এয়ার করিডরের মাধ্যমে সরবরাহ করা হবে ত্রাণ।'

ইহুদিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইয়োম কিপ্পুরের দিনে ইসরাইলে ৩২০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। সীমান্তের ওপারের হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। উত্তর ইসরাইলের ৫টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরাইল। তৈরি করা হয়েছে মিলিটারি জোন।

এদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। মায়েসরাহ ও বারজা অঞ্চলে দুটি আলাদা হামলায় নিহত বেশ কয়েকজন। সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার ৬শ জন। বাস্তুচ্যুত ১২ লাখ বাসিন্দা।