এর আগে প্রথম দফায় গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর এবং দ্বিতীয় দফায় ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। আজ রাতে নিরুৎসাহিত করণের সময়সীমা শেষ হয়েছে। এরমধ্যেই আবারও নতুন করে একই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন।
সিদ্ধান্তের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘খাগড়াছড়ির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। এরমধ্যে সাজেকে পর্যটকরা তিনদিন আটকে ছিলেন। এই মুহূর্তে পরিস্থিতি না দেখে পর্যটকদের ভ্রমণে যাওয়া ঠিক হবে না। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না।’
মূলত গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার জেরে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।
এছাড়া দোকান, বসতবাড়ি. গাড়ি, অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরসহ তান্তবে পাহাড়জুড়েই ব্যাপক ভীতি ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এখনও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।