রাঙামাটিতে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ

ভারতীয় সিগারেট উদ্ধার
ভারতীয় সিগারেট উদ্ধার | ছবি: এখন টিভি
0

রাঙামাটির লংগদুতে ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ১ হাজার ৯৮০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজারমূল্য চার লাখ টাকার বেশি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (১৬ মে) রাতে লংগদুু ৩৭ বিজিবি জোনের রাজনগর ব্যাটালিয়নের সদস্যরা এসব সিগারেট উদ্ধার করেন।

বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী এলাকার একটি বাড়িতে চোরাকারবারিরা চোরাচালানের উদ্দেশ্যে এসব সিগারেট মজুদ করে। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি টহল দলের সদস্যরা।

পরে পরিত্যক্ত অবস্থায় অরিস ব্রাউন নানো সিগারেট-৫০০ প্যাকেট এবং প্যাটরন ব্র্যান্ডের ১ হাজার ৪৮০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাসান জানান, উদ্ধার হওয়া এসব সিগারেটের বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি। জব্দকৃত এই সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সেজু