বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী এলাকার একটি বাড়িতে চোরাকারবারিরা চোরাচালানের উদ্দেশ্যে এসব সিগারেট মজুদ করে। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি টহল দলের সদস্যরা।
পরে পরিত্যক্ত অবস্থায় অরিস ব্রাউন নানো সিগারেট-৫০০ প্যাকেট এবং প্যাটরন ব্র্যান্ডের ১ হাজার ৪৮০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাসান জানান, উদ্ধার হওয়া এসব সিগারেটের বাজারমূল্য ৪ লাখ টাকার বেশি। জব্দকৃত এই সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।