যুদ্ধ
বিদেশে এখন
0

মস্কো হামলায় ইউক্রেনের জড়িত থাকার প্রমাণ

মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় ইউক্রেনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্তকারী দল। সন্ত্রাসীদের মুঠোফোনে ইউক্রেনীয় সেনাদের ছবি পাওয়া গেছে। অর্থ ও ক্রিপ্টোকারেন্সি কিয়েভ থেকে পাঠানো হয়েছে।

মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রথম থেকেই ইউক্রেনের জড়িত থাকার কথা জানাচ্ছিলো রাশিয়া। তবে ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রও উড়িয়ে দেয় এই দাবি। জঙ্গিগোষ্ঠী আইসিস হামলার দায় স্বীকার করায় বদলাতে থাকে সমীকরণ। তবে নৃশংস এই হামলায় এবার ইউক্রেনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্তকারী দল।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের মুঠোফোনে কয়েকজন ইউক্রেনীয় সেনার ছবি পাওয়া গেছে। একটি ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের সামনে কিয়েভের পতাকা জড়িয়ে দাঁড়িয়ে আছেন একজন। আরেকটি ছবিতে দেখা যায় ইউক্রেনের পতাকাবাহী ট্যাঙ্ক। হামলার পরপরই গাড়িতে করে সীমানা পাড়ি দিয়ে কিয়েভে যাওয়ার পরিকল্পনা ছিলো সন্ত্রাসীদের।

তদন্তকারী দলের মুখপাত্র জানান, সন্ত্রাসীদের যেদিন ক্রোকাস সিটি হলে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়, সেদিন ছিলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ২য় বার্ষিকী অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি।

তদন্তকারী দল এর আগে জানায়, হামলার জন্য সন্ত্রাসীদের অর্থ ও ক্রিপ্টোকারেন্সি পাঠানো হয়েছে ইউক্রেন থেকে। ইউক্রেনই যদি হামলা চালিয়ে থাকে, তাহলে আইসিস এর দায় স্বীকার করলো কেনো? উত্তরে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি'র পরিচালক জানান, ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীদের প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেন।

বৃহস্পতিবার এক সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা এমন একটি দেশ যারা আন্তঃধর্মীয় ও আন্তঃজাতিগত ঐক্য ও সম্প্রীতির অনন্য উদাহরণ প্রদর্শন করে। আমার ধারণা, দেশের সম্প্রীতি নষ্ট করতেই মস্কোয় হামলা চালানো হয়েছে।

গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিলো এটি। ২২ মার্চের এই হামলায় ১৪৫ জন প্রাণ হারান।