ভ্রমণ
0

পর্যটক খরায় রাঙামাটি, দৈনিক ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

পর্যটক খরায় ভুগছে পাহাড়ি শহর রাঙামাটি। চলমান পরিস্থিতিতে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাইয়ে প্রত্যাশা অনুযায়ী পর্যটক না আসায় ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, দৈনিক ক্ষতি হচ্ছে ১ কোটি ২০ লাখ টাকার বেশি।

পাহাড় ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি প্রকৃতিপ্রেমিদের কাছে মুগ্ধতায় ভরপুর। তাই সারাবছরই পর্যটকদের কাছে আকর্ষণীয় এই জেলাটি। কিন্তু চলমান অস্থিরতায় পর্যটক খরায় পড়েছে রাঙামাটি।

এ শহরের ৬৫টি হোটেল-মোটেল ও ১৭টি ইকো রিসোর্ট, কাপ্তাই ও সাজেকে ১৩২টি কটেজে পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীরা অলস সময় পার করছেন। একই সঙ্গে পর্যটক নির্ভর অন্যান্য ব্যবসা বাণিজ্যেও নেমেছে ধস। ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

গত ১৬ জুলাই থেকে পর্যটন ব্যবসায়ীদের দৈনিক ১ কোটি ২০ লাখ টাকার বেশি ক্ষতি হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সেলিম বলেন, 'পর্যটন ব্যবসায়ীদের এখন বিশাল লোকসানে পড়তে হয়েছে। দৈনিক ১ কোটি ২০ লাখ টাকার ওপরে ক্ষতি হচ্ছে।'

সরকার দৈনিক ৫০ হাজার টাকা রাজস্ব হাারাচ্ছে বলে জানান রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।

তিনি বলেন, 'গত কয়েকদিনের পরিস্থিতিতে আমরা পর্যটক শূন্য ছিলাম। কিন্তু এখন গাড়ি চালু হওয়াতে আস্তে আস্তে এর সংখ্যা বাড়ছে। এতে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যাবে।'

আবাসিক হোটেল-রিসোর্ট, খাবারের দোকান, পাহাড়িদের তৈরি টেক্সটাইল কাপড়, সড়ক, নৌযান এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরেই মূলত রাঙামাটির পর্যটন খাত। সব মিলিয়ে ১৫ থেকে ২৬ জুলাই পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর