মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

দুবাইয়ে বড়দিনের সাজসজ্জা মন কাড়ছে পর্যটকদের

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইয়ের রাতের সৌন্দর্য বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। বড়দিনের ঝলমলে আলো আর সাজসজ্জা যোগ করেছে ভিন্ন এক মাত্রা। বর্ণিল আলোয় সাজানো ক্রিসমাস ট্রি, আতশবাজির প্রদর্শনী আর রকমারি খাবারের নানা আয়োজন মন কেড়েছে পর্যটকদের।

বড়দিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলাদা কোনো সরকারি ছুটি নেই। সবকিছু সচল থাকলেও বড়দিন উদযাপনের তোড়জোড় চলছে রেস্তোরাঁ থেকে শুরু করে শপিংমল পর্যন্ত। বেশিরভাগ জায়গায় এখন উৎসবের আমেজ। লাল, সবুজ, সোনালি এলইডি আলোয় সেজেছে দুবাই নগরী। কোথাও কোথাও দেখা মিলছে সান্তা ক্লজেরও।

দুবাইতে এবার আরো বড় পরিসরে বসানো হয়েছে ক্রিসমাস মার্কেট। ৩৬ ফুট লম্বা ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে বাহারী পণ্য আর খাবারের পসরা নিয়ে বসেছে মদিনার জুমেইরা ক্রিসমাস মার্কেট। বড়দিনের উপলক্ষ্যে নানা আয়োজন আর আলোক সজ্জায় বৈচিত্র্য এনেছে দুবাই মিডিয়া অ্যাম্ফিথিয়েটার, এক্সপো সিটি, দুবাই ফেস্টিভ্যাল সিটি মল, হাবতুর সিটি ও গ্লোবাল ভিলেজ। সন্ধ্যা থেকে রাত-বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এসব মলে ভিড় করছেন নানা দেশের পর্যটকরা।

বড়দিন উপলক্ষে নানা ধরনের ছাড়া দিচ্ছে ছোট-বড় শপিং মল, রেস্তোরাঁগুলো হাজির করেছে ক্রিসমাস স্পেশাল প্যাকেজ মেন্যু। কোনো কোনো রেস্তোরাঁয় বড়দিনের স্পেশাল আইটেম উপভোগ করতে খরচ হবে ৫০০ থেকে ৭০০ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ থেকে ২৪ হাজার টাকা।

অন্তত দুইশো দেশের মানুষের বসবাস এই দুবাইতে। যে কোনো উৎসব আয়োজনে বাড়তি খরচ হলেও বিলাসবহুল স্থাপনা, উচ্চ চাহিদা সম্পন্ন জীবনযাপন, নিরাপত্তাসহ নানা সুযোগ-সুবিধার কারণে পর্যটকদের অনায়াসে টানতে পারে দুবাই। শীতের এই সময় বড়দিন উদযাপন ঘিরে বরাবরই থাকে পর্যটকদের এই ভিড়।

এএম