দেশে এখন
0

চট্টগ্রাম জেলা প্রশাসনে লটারিতে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী নিয়োগ

জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো লটারির মাধ্যমে চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। যা এর আগে কখনো হয়নি। বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।

বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।

পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, 'আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকভাবে সেবা দেবেন।'

ইএ