আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, 'বাংলাদেশে একদিন টেকনাফ থেকে সাজেক পর্যটন হাব হবে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার হয়ে বান্দরবানের বিভিন্ন স্থান পরিদর্শন করে পর্যটকরা রাঙামাটিতে অবস্থান করবেন। এখান থেকে তারা সাজেক হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। এই একটি সেক্টরে আমাদের অপার সম্ভাবনা রয়েছে।'
তিনি বলেন, 'পাহাড়ের অর্থনীতি বেশ দুর্বল। এজন্য শিক্ষা ব্যবস্থাও পিছিয়ে আছে। এখানকার দুর্গম প্রতিটি স্কুলই বোর্ডিং স্কুল (আবাসিক) হওয়া উচিত। যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে শিক্ষাগ্রহণে নিরবচ্ছিন্ন মনোযোগ দিতে পারবে। এতে পার্বত্যাঞ্চলে শিক্ষার পথ আরও সুগম হবে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, নাসরিন সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।
সাংবাদিকদের মধ্যে রাঙামাটি প্রেসক্লাবের রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন ।