নাজমুল-আবেদীন-ফাহিম
বিপিএল আসরে দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে বিসিবি
আসন্ন বিপিএল আসরে দুর্নীতির ব্যাপারে বিসিবি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নতুন এ আসরকে আরো বেশি দর্শকপ্রিয় করতে নানা চমকের পাশাপাশি খেলার মান উন্নয়নে বেশি মনোযোগ দেয়ার কথা জানান এই পরিচালক।
বিদেশি কোচদের অর্থ দিতে বোর্ড যতোটা উদার, দেশিদের বেলায় ততটাই উদাসীন!
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহকারী কোচ হিসেবে দেশি কোচদের দায়িত্ব দেয়ার কথা বললেও তা অনেক দেরি হয়ে গেছে। এমনটাই মনে করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, এখন যাদের নাম আসছে তাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়ার মতো যোগ্যতা রয়েছে। এছাড়া তিনি মনে করেন, বিদেশি কোচদের অর্থ দেয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ড যতোটা উদার, দেশি কোচদের ব্যাপারে ততটাই উদাসীন।
বড় পরিসরে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ইতিবাচক
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের অংশগ্রহণ ক্রিকেটের জন্য ইতিবাচক। আইসিসির দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়নও এটি। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এবারের বিশ্বকাপে শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলো চমক দেখাতে পারে বলেও মত তাদের।