ক্রিকেট
এখন মাঠে
0

ম্যাচ জিতলেও সাফল্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ বিসিবি পরিচালকের

তরুণ ক্রিকেটারদের নিয়ে আশা প্রকাশ

মিরাজের অধিনায়কত্বে জয় আসলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা জরুরি বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশি আশাবাদী এই পরিচালক।

কি দেশ কি বিদেশ টানা পাঁচ ম্যাচে জয়হীন বাংলাদেশ। এবার মিরাজের নেতৃত্বে ক্যারিবীয় দীপপুঞ্জে ভাঙ্গলো হারের সেই বৃত্ত।

তবে এমন জয়ের পর খুশিতে আত্মহারা হতে পারেননি বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সাফল্যের ধারাবাহিকতার অভাবে এখনও ক্রিকেট বিশ্বে পরাশক্তি দলগুলোর বিপক্ষে নিজেদের সেভাবে দাঁড় করাতে পারেনি টাইগাররা। এমন আক্ষেপের কথা বলেন এই পরিচালক।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘স্বস্তির জায়গাতে আছি তা না কিন্তু। একটা কথা আছে হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর। রিপিটেডলি কিন্তু আমরা খারাপ করছি। সো এখন আমাদের পরিচয়টা সেভাবেই আছে। মাঝখানে আমরা একটা ম্যাচ জিতেছি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ভালোটা আমরা প্রতিনিয়ত করতে পারছি।’

তবে বিদেশের মাটিতে মিরাজের দারুণ নেতৃত্বের কারণে অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির এই কর্তা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ে তরুণ ব্যাটার জাকের আলি অনিক, নাহিদ রানাদের মতো তরুণ ক্রিকেটারদের অবদান ছিল অনন্য। ভবিষ্যতেও তারাই দলের হাল ধরবেন বলে বিশ্বাস করেন নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘নতুনদের উঠে আসা ওইরকম প্লেয়ারদের উঠে আসতে হবে। যারা এরকম পরিস্থিতি সামাল দিতে চাইবে, সামাল দিতে পারবে। মিরাজকে খুব চাপের মধ্যেও পজিটিভ দেখেছি। এবং দলকে চাঙা রাখতে পেরেছে, যেটা খুব ইমপরট্যান্ট।’

দেশি কোচদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনের জুড়ি মেলা ভার। উইন্ডিজ সফরে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে সালাউদ্দিনের টোটকা দলের ভালো করার বিষয়ে কাজে এসেছে বলে মনে করেন এই পরিচালক।

বিসিবির পরিচালক বলেন, ‘সে প্রত্যেকটা খেলোয়াড়কে খুব ভালোভাবে জানে। আমার মতে আত্মবিশ্বাস জাগরণের ক্ষেত্রে বা ওদের উজ্জীবিত করার ক্ষেত্রে সালাউদ্দিন একটা ভূমিকা নিশ্চয়ই রেখেছে।’

চারদিন পরই ক্যারিবিয়ানদের বিপক্ষে সাদা বলের লড়াইয়েও সাফল্য আসবে বলে বিশ্বাস করেন তিনি।

এএইচ