তিনি বলেন, ‘ফারুক ভাই, ফাহিম ভাই দুজনই সিনিয়র মানুষ। ফাহিম ভাই ডেফিনিটলি আমাদের সবার গুরু। আমাদের ক্রিকেট প্রশিক্ষক এবং উনি খুবই বিচক্ষণ মানুষ উনি এটা পাবলিক করবেন কেনো। উনি যদি মনে করেন তার সম্মান পাচ্ছেন না, ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না। ওনার এত সমস্যা উনি ফারুক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন।
খালেদ মাহমুদ সুজন বলেন, এগুলো যদি না হয় উনি বিপিএল থেকে রিজাইন দিবেন।’