ক্রিকেট
এখন মাঠে
0

যেকোনো সময় বিসিবি ছাড়তে পারেন ফাহিম

যেকোনো সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়তে পারেন নাজমুল আবেদীন ফাহিম। বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা মনোভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলে অভিযোগ করেন বিসিবির এই পরিচালক। তবে সিলেটে এ নিয়ে মুখ খুললেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তিনি জানান, আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির সমাধান হয়েছে।

মাত্র পাঁচ মাসের মধ্যেই বেধে গেল গোলযোগ। দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে।

রাজনৈতিক পটপরিবর্তনে দেশের ক্রিকেটকে নতুন করে সাজাতে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অন্যদিকে, দেশের ক্রিকেটীয় পিলারকে আরও বেশি শক্তিশালী করতে বোর্ড পরিচালক হয়ে গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন দেশের নামকরা কোচ নাজমুল আবেদীন ফাহিম। তবে দায়িত্ব পেলেও স্বাধীনভাবে কিছু করতে না পারার আক্ষেপ ঝড়ে এই পরিচালকের কণ্ঠে।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসা। শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সে কারণে এখানে আসা না। যেভাবে কাজ হলে সুন্দর হবে সেভাবে হলে তো কোনো সমস্যা নেই। কিন্তু সেভাবে না হলে তো একটা অবজারভেশন থাকবেই।'

চলমান বিপিএলের একাদশ আসরকে রোমাঞ্চকর করার কথা জানায় বিসিবি। তবে আসর শুরুর পর থেকে কথার সাথে কাজে কোনো মিল পায়নি দেশের ক্রিকেট সমর্থকরা। এমনকি দেশের ক্রিকেটে আগের থেকে খুব একটা ভালো অবস্থানে দাঁড় করাতে পারেনি ফারুক আহমেদের কমিটি। এর পুরো দায় সভাপতিকে দিয়েছেন নাজমুল আবেদীন। বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে স্বাধীনভাবে কাজ করতে না দেয়ার গুরুতর অভিযোগও করেন তিনি।

এমনভাবে চলতে থাকলে যেকোনো সময় বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানান এই পরিচালক।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এই পথ খোলা আছে, যদি আমার এখানে ভালো না লাগে বা আমি মনে মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই, সেভাবে না হলে পথ খোলা আছেই। আমি আগেও বলেছি।'

এদিকে এ বিষয়ে সিলেটে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সাথে আলাপ-আলোচনা করে উদ্ভুত সমস্যার সমাধান হয়েছে।

এই সমঝোতার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে এগিয়ে যাবে দেশের ক্রিকেট বোর্ড- এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

এসএস