ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএল আসরে দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে বিসিবি

আসন্ন বিপিএল আসরে দুর্নীতির ব্যাপারে বিসিবি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নতুন এ আসরকে আরো বেশি দর্শকপ্রিয় করতে নানা চমকের পাশাপাশি খেলার মান উন্নয়নে বেশি মনোযোগ দেয়ার কথা জানান এই পরিচালক।

নিঃসন্দেহে দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। নিয়মিত আয়োজন হলেও টুর্নামেন্টের মান ও পেশাদারিত্ব ধরে রাখতে অনেকাংশেই ব্যর্থ বিসিবি। বিশেষ করে ঘরোয়া এই আয়োজনে নানা অনিয়মে প্রতিবারই নিত্য নতুন আলোচনা-সমালোচনায় শেষ হয় আসরটি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন বলছে, বিপিএলের গত দুই আসর ঘিরে ৩০টিরও বেশি অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে আগের যে কোনো বারের চেয়ে বেশ সতর্ক দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মাঠের অংশগ্রহণ যেন বজায় থাকে, সাথে শৃঙ্খলাও যেন বজায় থাকে। আমাদের অ্যান্টি করাপশনের যে টিম আছে তারা এবার সক্রিয় থাকবে।’

ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজিতে চার-ছক্কার উন্মাদনা থেকে প্রতিবারই বঞ্চিত থাকেন দর্শকরা। তবে এবার উইকেট নিয়েও বিশেষ চিন্তা আছে বিসিবির এমন কথা জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘উইকেট যেন ভালো হয়, ভালো রান হয় সেরকম উইকেট করার জন্য নির্দেশনা দেয়া আছে।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে নানা পরিবর্তন। পালাবদলের এই প্রভাব পড়বে বিপিএলের আসন্ন আসরেও। ফ্র্যাঞ্চাইজিকে দর্শকপ্রিয় করতে ভিন্নধর্মী কিছু করার আভাস দিলেন বিসিবি পরিচালক।

তিনি আরো বলেন, ‘আমরা দেখি যে দারুণ নামকরা ফুটবলার বা হলিউড থেকে নামকরা অভিনেতা ও অভিনেত্রী আসে সেটা দারুণ হবে। বিশ্বের মিডিয়াগুলো তা প্রচার করবে।’

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের এবারের আসর মাঠে দর্শক কতটা টানতে পারবে এবং সেইসাথে কতটা বজায় থাকবে পেশাদারিত্ব, মাসখানেক পরেই তার উত্তর মিলবে।

ইএ