মাঠে ফিরছে ঢাকার ক্রিকেট!

.
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব ও বাতিল নিয়ে বিপরীত অবস্থানে ছিল বিসিবি ও ক্লাব কর্মকর্তারা। বিসিবি শর্ত না মানলে লিগ বর্জনের ঘোষও দিয়েছিল ক্লাবগুলো । তবে অচলায়তন কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে ক্লাব ক্রিকেট।

গেল শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির বোর্ড মিটিং বিসিবির পক্ষ থেকে নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত এই ঘোষণার মধ্যে দিয়েই উন্মুক্ত হয় বিসিবির সাথে ঢাকাই ক্লাবগুলোর সাক্ষাতের দ্বার।

সিদ্ধান্তের পর একদিন বিরিতি দিয়ে আজ সোমবার দুপুরে বিসিবি কার্যালয়ে আসেন ঢাকার সব ক্লাব কর্মকর্তারা। সেখানেই আসে প্রথম বিভাগ ক্রিকেটের অচলায়তনের অবসানের ঘোষণা।

বিসিবি সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেন, 'সিদ্ধান্ত নেয়া হয়েছে আমরা লিগটা শুরু করছি। আর কালকে ইনশাআল্লাহ আমাদের ট্রফি উন্মোচন হবে বিকেল ৪টায়। আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে আমরা লিগটা শুরু করছি।'

দেশের ক্রিকেটের সাথে খেলোয়াড়দের পাওনা টাকা না দেয়া যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে। খবর আছে গেলো আসরের প্রথম বিভাগ এমনকি প্রিমিয়ার লিগের পাওনাও পরিশোধ করেনি ক্লাবগুলো। তবে এনিয়ে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে এলো আশ্বাসবাণী।

ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজেশনের মুখপাত্র রফিকুল ইসলাম বাবু বলেন, 'আমার ধারণা এটা যত বেশি দিন সময় নিবে তত ক্রিকেটের ক্ষতি। আমার ধারণা দুই চার দিনের ভেতরেই এগুলো সব ঠিক করে দিবে উনারা।'

প্রথম বিভাগ ক্রিকেট পিছিয়ে যাওয়ায় দেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগও পিছিয়ে যাচ্ছে।

সালাহউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে উনাদের ডিস্কাশন এবং মিউচুয়াল আন্ডার্স্যান্ডিংয়ের উপর নির্ভর করে আমরা নতুন করে ট্রফি উন্মোচন আর লিগ ওপেনের ডেটটা দিয়ে দিবো।'

গেলো মৌসুমের মতো এবারের ডিপিএলেও থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার।

এসএস