গ্রীনল্যান্ড ইস্যুতে ফুটবল বিশ্বকাপ বয়কটের হাওয়া ইউরোপে

ফুটবল বিশ্বকাপের ট্রফি
ফুটবল বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চলমান অস্থিরতার মাঝে এবার দেশে দেশে উঠছে ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক। সম্প্রতি ইউরোপের দেশগুলোতে গ্রীনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেন। এর জেরেই বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এ তালিকায় আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও মত দিয়েছেন বয়কটের পক্ষে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের বাকি মোটে ৫ মাস। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’কে কেন্দ্র করে উত্তাপ ফুটবল দুনিয়ায়। যদিও ফিফার এ উন্মাদনায় ধাক্কা দিচ্ছে রাজনীতি। গ্রিনল্যান্ড ইস্যুতে বর্তমানে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের দেশগুলো। আর এ ঘটনায় শঙ্কার মুখে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি-ফ্রান্সের মত দলগুলোর বিশ্বকাপে অংশগ্রহণ।

গ্রিনল্যান্ড ইস্যুতে সমর্থন না পাওয়ায় ইউরোপের দেশগুলোর ওপর ক্রমাগত শুল্ক আরোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে ফুঁসে উঠেছে দেশগুলো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ওকে গটলিচ সম্প্রতি সরকারের কাছে বিশ্বকাপ বয়কটের অনুরোধ করেন।

আরও পড়ুন:

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও সবশেষ আসরের রানার্স-আপ ফ্রান্সও ভাবছে বিশ্বকাপ বয়কটের কথা। দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জানিয়েছেন, আপাতত বয়কটের ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে রাজনৈতিক গতি-প্রকৃতির ওপর সিদ্ধান্ত বদল হতে পারে।

সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ১৭ বছর ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ পদে থাকা ব্লাটার সম্প্রতি এক টুইটার পোস্টে বয়কট আন্দোলনের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন। সুইজারল্যান্ডের এক আইনজীবীর লেখা নিবন্ধের জবাবে তিনি লিখেছেন, বয়কট ইস্যুতে এমন অবস্থানই যথাযথ।

এছাড়া বিশ্বকাপ বয়কটের ডাকে নেদারল্যান্ডসেও দেখা গিয়েছে ব্যাপক সাড়া। বয়কট আহ্বানে সমর্থন জানিয়ে এখন পর্যন্ত পিটিশনে সই করেছেন দেড় লাখের বেশি মানুষ।

এসএইচ