জুনের উইন্ডোতে প্রতিপক্ষের খোঁজে বাংলাদেশ; ১২টি দেশে বাফুফের চিঠি

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন | ছবি: এখন টিভি
0

মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুধু মার্চের উইন্ডো নয়, জুনে প্রতিপক্ষ খুঁজতে এরই মধ্যে ওশেনিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে ১২টি দেশকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)— এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এছাড়া জুনে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিতে পারেন দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সুলিভান ব্রাদার্স।

এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটতে না পারলেও মাঠে দারুণ একটা বছর কেটেছে বাংলাদেশের। হামজা চৌধুরী, শমিত সোমের অর্ন্তভুক্তিতে মাঠে ফিরেছে দর্শক। র‌্যাংকিংয়ে লেগেছে উন্নতির ছোঁয়া। তবে চলতি বছর বিগত সময়ের অর্জন ছাপিয়ে নতুন রেকর্ড গড়ার প্রত্যয় দেশের ফুটবলারদের। এর জন্য এশিয়ান কাপ, সাফের টুর্নামেন্ট ছাড়াও ফিফা উইন্ডোতে মাঠে খেলা রাখতে পরিকল্পনাও করেছে ফেডারেশন।

শুধু ম্যাচ খেলাই লক্ষ্য নয়, দলের উন্নয়নে বাংলাদেশের থেকে র‌্যাংকিংয়ে উন্নত প্রতিপক্ষের খোঁজ ফেডারেশনের। তাই মার্চের শেষে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামকে বেছে নিয়েছে বাংলাদেশ।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘২৬ তারিখে খেলা। শর্ট যে ক্যাম্পটা, সেটা ভিয়েতনামে করা যায় কি না, সে ব্যাপারে তারা জানতে চেয়েছে। সে অনুযায়ী ভিয়েতনামকে আমরা চিঠি দিয়েছি যে, ক্যাম্প করার খরচ এবং যেখান থেকে খেলা হবে, সেটার আশপাশে কোনো ক্যাম্প আছে কি না, প্র্যাক্টিস গ্রাউন্ডের কী অবস্থা—ওই তথ্যগুলো আমরা জানতে চেয়েছি। তথ্যগুলো আমরা এখনও পাইনি।’

আরও পড়ুন:

এদিকে আগেভাগেই বছরের দ্বিতীয় উইন্ডো নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। ওশেনিয়া এবং মধ্য এশিয়ার ১২ টি দেশকে এরইমধ্যে চিঠি দিয়েছে ফেডারেশন। ইতিবাচক বার্তাও পেয়েছে কয়েকটি দেশের থেকে।

ফাহাদ করিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রাথমিক ডিসকাশন শুরু হয়েছে আমাদের ফিজির সঙ্গে, তিনি মোটামুটি ইতিবাচকভাবে এগোচ্ছে।’

তিনি বলেন, ‘টিমস কমিটি এবং ট্যাকটিক্যাল টিমের একটা খুব স্ট্রং প্রেফারেন্স থাকে যে, কোন দেশের সঙ্গে খেলবে, হোম নাকি অ্যাওয়ে খেলবে। এরপর তারা সিদ্ধান্ত নেবে।’

এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামদের মতো বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়তে সুলিভান ব্রাদার্সকে ক্যাম্পে ঢাকার ব্যাপারে আশাবাদী বাফুফের এ সহ-সভাপতি।

জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের সাফ অনূর্ধ্ব-২০ দলেও বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে রাখার পরিকল্পনা কথা জানান ফাহাদ করিম।

এসএইচ