৬৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে সেমেনিও

উইঙ্গার অ্যান্টনিও সেমেনিও
উইঙ্গার অ্যান্টনিও সেমেনিও | ছবি: সংগৃহীত
0

বোর্নমাউথ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ঘানার উইঙ্গার অ্যান্টনিও সেমেনিও। ৬৫ মিলিয়ন পাউন্ডে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে তারা।

পেপ গার্দিওলার দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত সেমেনিও বলেন, গত এক দশকে সিটির আধিপত্য অবিশ্বাস্য এবং ক্যারিয়ারের এ সময়ে এখানে আসা তার জন্য সঠিক সিদ্ধান্ত।

আরও পড়ুন:

তিনি মনে করেন, সিটিতে নিজের আরও উন্নতির সুযোগ আছে এবং তার সেরা ফুটবল এখনো বাকি। ২৬ বছর বয়সী এ উইঙ্গার চলতি প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন।

২০ ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। আগামী শনিবার (১৭ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে ম্যাচেই সিটির জার্সিতে অভিষেক হতে পারে সেমেনিওর।

এফএস