বিপিএলে পথম জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস

নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রা
নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে জয় পেয়েছে যথাক্রমে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।

দিনের শুরুতে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম রয়্যালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। রাজশাহীর কোনো ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি।

সর্বোচ্চ ১৯ রান আসে মুহাম্মাদ ওয়াসিমের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না চট্টগ্রামও। শেষ বলে ২ রান নিয়ে বন্দরনগরীর দলকে জয় এনে দেন হাসান নাওয়াজ।

আরও পড়ুন:

দিনের অপর ম্যাচে জাকের আলীর ৩৮ রানে ভর করে ১৪৮ রানে গুটিয়ে যায় নোয়াখালী। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৯ রানে থামে সোহানের দল। এর মাধ্যমে আসরে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী।

এর আগে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই হার নিয়ে মাঠ ছেড়েছিলেন সৌম্য-হাসান মাহমুদরা। অন্যদিকে দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে রংপুর রাইডার্স।

এসএস