ফাইনাল শেষে কে কত টাকা প্রাইজমানি পেলেন? বিপিএলের সব পুরস্কার একনজরে

বিপিএল লোগো
বিপিএল লোগো | ছবি : সংগৃহীত
0

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Mirpur Stadium) বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের আসরে ৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল বিসিবি (BCB)। দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ক্রিকেটাররা পেয়েছেন মোটা অঙ্কের পুরস্কার।

দলগত পুরস্কার ও প্রাইজমানি (Team Prize Money)

  • চ্যাম্পিয়ন (Champion): রাজশাহী ওয়ারিয়র্স। পুরস্কার হিসেবে তারা পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
  • রানার্স-আপ (Runners-up): চট্টগ্রাম রয়্যালস। তারা পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার (Individual Awards)

এবারের আসরে একাই রাজত্ব করেছেন শরিফুল ইসলাম। রেকর্ড ২৬ উইকেট শিকার করে তিনি টুর্নামেন্ট সেরা ও সেরা বোলারের পুরস্কার জিতে নিয়েছেন।

আরও পড়ুন:

বিপিএল ২০২৬ পুরস্কার তালিকা: দেখে নিন পুরস্কার বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা (BPL Final Award Winners List)

বিপিএল ২০২৬ (BPL 2026) এর জমকালো সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেওয়া হয়েছে। শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটাররা পেয়েছেন নগদ অর্থ ও ট্রফি। নিচে বিপিএল ২০২৬-এর সকল পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো:

বিপিএল ২০২৬ পুরস্কার ও প্রাইজমানির পূর্ণাঙ্গ তালিকা

ক্যাটাগরি (Award Category) বিজয়ী খেলোয়াড়/দল (Winner) পুরস্কারের পরিমাণ (Prize Money)
🏆 চ্যাম্পিয়ন দল (Champion Team) রাজশাহী ওয়ারিয়র্স ২ কোটি ৭৫ লাখ টাকা
🥈 রানার্স-আপ দল (Runners-up) চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ৭৫ লাখ টাকা
টুর্নামেন্ট সেরা (Player of the Tournament) শরিফুল ইসলাম (চট্টগ্রাম) ১০ লাখ টাকা
ফাইনাল সেরা (Player of the Final) তানজিদ হাসান তামিম (রাজশাহী) ৫ লাখ টাকা
সর্বোচ্চ রান সংগ্রাহক (Most Runs) পারভেজ হোসেন ইমন (৩৯৫ রান) ৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট শিকারি (Most Wickets) শরিফুল ইসলাম (২৬ উইকেট) ৫ লাখ টাকা
সেরা ফিল্ডার (Best Fielder) লিটন দাস (রংপুর রাইডার্স) ৩ লাখ টাকা
উদীয়মান ক্রিকেটার (Emerging Player) রিপন মণ্ডল (রাজশাহী ওয়ারিয়র্স) ৩ লাখ টাকা
সেরা ক্যাচ (Best Catch) মাহেদী হাসান (ঢাকা ক্যাপিটালস) ১ লাখ টাকা
পাওয়ার হিটার (Power Hitter) তাওহীদ হৃদয় ৩ লাখ টাকা
সেরা আম্পায়ার (Best Umpire) মোর্শেদ আলী খান ২ লাখ টাকা

আরও পড়ুন:

বিপিএল ২০২৬: দেশি ক্রিকেটারদের রাজত্ব, একনজরে ব্যাটে-বলে বিপিএলের সেরা পাঁচ (Top Performers Card)


ক্রমিক খেলোয়াড়ের নাম (দল) ম্যাচ রান/উইকেট সেরা সাফল্য
🏏 সেরা ৫ ব্যাটার (Top 5 Batsmen)
পারভেজ হোসেন ইমন (সিলেট) ১২ ৩৯৫ ৩ ফিফটি (সর্বোচ্চ ৬৫)
তাওহীদ হৃদয় (রংপুর) ১১ ৩৮২ ১ সেঞ্চুরি, ৩ ফিফটি
তানজিদ হাসান তামিম (রাজশাহী) ১৩ ৩৫৬ ১ সেঞ্চুরি, ১ ফিফটি
নাজমুল হোসেন শান্ত (রাজশাহী) ১৩ ৩৫৫ ১ সেঞ্চুরি, ১ ফিফটি
ডেভিড মালান (রংপুর) ৩০০ ৩টি ফিফটি
⚾ সেরা ৫ বোলার (Top 5 Bowlers)
শরীফুল ইসলাম (চট্টগ্রাম) ১২ ২৬ সেরা বোলিং ৯/৫ (রেকর্ড)
নাসুম আহমেদ (সিলেট) ১২ ১৮ সেরা বোলিং ৭/৫
রিপন মন্ডল (রাজশাহী) ১৭ সেরা বোলিং ১৩/৪
হাসান মাহমুদ (নোয়াখালী) ১০ ১৬ সেরা বোলিং ২৬/৪
বিনুরা ফার্নান্দো (রাজশাহী) ১১ ১৬ সেরা বোলিং ১৯/৪

আরও পড়ুন:

এসআর