বিপিএলে ইতিহাস গড়েছেন

ফাইনাল শেষে কে কত টাকা প্রাইজমানি পেলেন? বিপিএলের সব পুরস্কার একনজরে
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Mirpur Stadium) বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের আসরে ৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল বিসিবি (BCB)। দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ক্রিকেটাররা পেয়েছেন মোটা অঙ্কের পুরস্কার।

৭ উইকেট নিয়ে বিপিএলে ইতিহাস গড়লেন তাসকিন
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে বিপিএলে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। এই ফরম্যাটে উইকেট শিকারির শীর্ষ তালিকায় দেশের হয়ে প্রথম নাম লিখিয়েছেন এই পেসার। নিজ দল রাজশাহীকে জেতানোর সঙ্গে হয়েছেন ম্যাচ সেরাও এই টাইগার পেসার।