একনজরে: নাজমুল শান্তর বিপিএল
- দুয়োধ্বনি থেকে জয়ধ্বনি: গত আসরের সমালোচনা কাটিয়ে এবার দর্শকদের মধ্যমণি এবং চ্যাম্পিয়ন অধিনায়ক।
- অধিনায়ক হিসেবে প্রথম: বিপিএলে প্রথমবার অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরার স্বাদ পেলেন নাজমুল শান্ত।
- ব্যক্তিগত নৈপুণ্য: ১৩ ম্যাচে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
- রাজশাহীর আবেগ: নিজের ঘরের দলের (Home Team) হয়ে প্রথমবার খেলেই শিরোপা উপহার দিলেন শহরবাসীকে।
- সাফল্যের চাবিকাঠি: নিলাম থেকে শুরু করে মাঠের ক্রিকেট পর্যন্ত প্রতিটি খেলোয়াড়ের সম্মিলিত পারফরম্যান্স।
আরও পড়ুন:
এক বছরেই বদলে যাওয়া নাজমুল হোসেন শান্ত (The Transformation in One Year)
গত আসরে ফরচুন বরিশালের হয়ে নাজমুলকে শুনতে হয়েছিল দুয়োধ্বনি। এমনকি একাদশে জায়গা পেতে তাকে উইকেটকিপিং (Wicketkeeping) পর্যন্ত করতে হয়েছিল। কিন্তু ২০২৬ বিপিএলে তিনি ফিরেছেন সম্পূর্ণ ভিন্নরূপে।
অধিনায়কের পারফরম্যান্স: ১৩ ম্যাচে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৩৫৫ রান (355 Runs in 13 Matches)।
সেঞ্চুরি: এই আসরে তার ব্যাট থেকে এসেছে এক দুর্দান্ত সেঞ্চুরি (Century by Najmul Shanto)।
নেতৃত্ব: প্রথমবার অধিনায়ক হিসেবে বিপিএল জেতার (Winning BPL as Captain) অনন্য স্বাদ পেলেন তিনি।
আরও পড়ুন:
ঘরের ছেলে যখন চ্যাম্পিয়ন অধিনায়ক (Home Boy as Champion Captain)
নাজমুলের বাড়ি রাজশাহীতে হলেও গত ১০ বছরে কখনোই রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির (Rajshahi Franchise) হয়ে খেলা হয়নি তার। এবারই প্রথম ঘরের দলের অধিনায়ক হয়ে শিরোপা জেতাটা তার কাছে আবেগের বিষয়। নাজমুল বলেন, ‘রাজশাহীর মানুষের জন্য একটা সুন্দর উপহার দিতে চেয়েছিলাম, তাদের শিরোপা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
সাফল্যের রহস্য কী? (Success Secret of Rajshahi Warriors)
নিলাম থেকে শুরু করে মাঠের ক্রিকেট—সবখানেই গোছানো ছিল রাজশাহী। লিগ পর্বের শীর্ষ দল (Table Toppers) হিসেবে প্লে-অফে ওঠা এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া। নাজমুলের মতে, দলের প্রতিটা খেলোয়াড় যার যার ভূমিকা পালন করায় এই ঐতিহাসিক জয় (Historic Victory) সম্ভব হয়েছে।
আরও পড়ুন:
বিপিএল ২০২৬: নাজমুল শান্তর পারফরম্যান্স
বিবরণ (Description)
পরিসংখ্যান (Statistics)
মোট ম্যাচ (Total Matches)
১৩টি
মোট রান (Total Runs)
৩৫৫ রান
স্ট্রাইক রেট (Strike Rate)
১৩৫.৪৯
সেঞ্চুরি (Century)
০১টি
দলীয় ভূমিকা (Role)
অধিনায়ক (রাজশাহী ওয়ারিয়র্স)
চূড়ান্ত সাফল্য (Final Success)
বিপিএল ২০২৬ চ্যাম্পিয়ন
আরও পড়ুন:





