ব্যাটারদের অফ-ফর্ম ও নিরাপত্তা ইস্যু: বিশ্বকাপের আগে বাংলাদেশের চ্যালেঞ্জ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের মাত্র এক মাস আগে বড় রকমের রানখরায় ভুগছেন ক্রিকেটাররা। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে অনিশ্চয়তা থাকলেও ক্রিকেট বোর্ডের ভাষ্য, বৈশ্বিক আসরে খেলতে প্রস্তুত আছে বাংলাদেশ। যদিও স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বর্তমান পারফর্ম বলছে ভিন্ন কথা।

বিপিএলের সিলেট পর্ব অনেকটাই শেষের পথে। চায়ের নগরীতে খেলা বাকি আর কেবল দুই দিনের। টুর্নামেন্টের মাঝপথে এসেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটে নেই বড় রানের দেখা। টুর্নামেন্টের ২১তম ম্যাচের আগে শীর্ষ দশ রান সংগ্রাহকের তালিকায় বিশ্বকাপ স্কোয়াড থেকে আছেন মোটে ১ জন।

এখন পর্যন্ত এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৬ রান করেছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। নতুন ভাবে চার নম্বর ব্যাটিং পজিশনে নিজেকে প্রমাণ করেছেন। ৮ ম্যাচে করেছেন ২৩৬ রান। গড় ৩৩ এর বেশি। স্ট্রাইকরেট ১৩১ দশমিক ১১। ফিফটির দেখা পেয়েছেন দুবার। ইমনের পরেই এই তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাইম শেখ। দুজনের স্ট্রাইকরেট ইমনের চেয়ে বেশি হলেও জায়গা পাননি বিশ্বকাপের দলে। যদিও গড় বিবেচনায় ইমনের চেয়ে কিছুটা পিছিয়েই থাকছেন নাইম শেখ।

আরও পড়ুন:

রংপুর রাইডার্সের নিয়মিত তিন মুখ লিটন দাস, তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহান। তিনজনেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। যদিও ব্যাট কথা বলছে না তাদের। জাতীয় দলের অধিনায়ক লিটন ৬ ম্যাচে ২১.৫০ গড়ে করেছেন ১২৯ রান। হৃদয় করেছেন ১০৬ রান। গড় কিংবা স্ট্রাইকরেট স্বস্তি দেবে না তাকে। আর সোহান ৪ ইনিংসে করেছেন মোটে ২০ রান।

স্বস্তি নেই সাইফ হাসান কিংবা তানজিদ তামিমদের নিয়েও। শামীম পাটোয়ারিও ৮১ রানের এক ইনিংসের বাইরে বিপিএলে খেলছেন সাদামাটা ঢঙে। মাঠের বাইরে নানা ঘটনায় ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট অবশ্য এখন পর্যন্ত নজর ফেরায়নি ব্যাটারদের এমন পারফরম্যান্সের দিকে।

ইএ