বিপিএলে ফিক্সিং ঠেকাতে বিসিবির কড়া নজরদারি, অযাচিত হস্তক্ষেপের অভিযোগ

ইফতেখার আহমেদ মিঠু
ইফতেখার আহমেদ মিঠু | ছবি: সংগৃহীত
0

বিপিএলে ফিক্সিং ঠেকাতে এরইমধ্যে সন্দেহভাজন কয়েকটি ঘটনায় তদন্ত করেছে বিসিবির দুর্নীতি দমন কমিশন। তবে এর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ঢাকা ক্যাপিটালস বলেছে, অযাচিত হস্তক্ষেপ করছে অ্যান্টি-করাপশন ইউনিট (আকু)।

এবারের বিপিএলে ফিক্সিং ঠেকাতে কঠোর নজরদারি রেখেছে বিসিবির দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে অবশ্য সন্তুষ্ট নয় কিছু ফ্র্যাঞ্চাইজি। তাদের অভিযোগ, যাচাই-বাছাই করতে গিয়ে বাড়াবাড়ি করছেন কর্মমর্তারা। এ মন্তব্যের প্রেক্ষিতে বিসিবি জানিয়েছে, বাড়াবাড়ি নয় নিয়ম মেনেই দুর্নীতি দমন কমিশন তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই ৬ দল নিয়ে এবারের বিপিএল আয়োজন করেছে বিসিবি। যেখানে আসর শুরুর আগে এক দলের দায়িত্বও নিতে হয়েছে বিসিবিকেই। তবে সবকিছুর ভেতর আয়োজকদের নজর স্বচ্ছ খেলা উপহার দেয়ার দিকে। কোনো প্রকার ফিক্সিংয়ের কালো থাবা যাতে কলঙ্কিত না করতে পারে এবারের বিপিএলকে, সেজন্য যথেষ্ট সজাগ বিসিবির দুর্নীতি দমন কমিশন।

এরইমাঝে বেশকিছু ঘটনা উষ্কে দিয়েছে ম্যাচ পাতানোর বিষয়টিকে। যে কারণে ফ্র্যাঞ্চাইজি কর্তার মোবাইল জব্দ থেকে ক্রিকেটারকে জেরার ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো ভালোভাবে নেয়নি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তদন্ত পদ্ধতি নিয়ে তাদের উদ্বেগ থাকলেও, নিয়ম মেনেই কাজ করছে বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) সে বিষয় নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু।

আরও পড়ুন:

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু জানান, বর্তমানে তারা অ্যান্টি করাপশনের যে গাইডলাইন ও কোড আছে সেগুলো মেনেই কাজ করছে।

এবারের বিপিএল এখন পর্যন্ত ঠিকভাবেই এগোচ্ছে বলে মনে করছেন বিসিবির এ কর্মকর্তা। আসরের রেটিংও ভালো রয়েছে বলে জানিয়েছেন মিঠু।

ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘কিছু আন্তর্জাতিক সংস্থা আছে যারা এগুলোকে মনিটরিং করে থাকে, তাদের থেকেও খোঁজ নেয়া যেতে পারে। আপনারাও দেখবেন আন্তর্জাতিক সন্দেহভাজন কর্মকাণ্ড অনেকাংশেই কমে এসেছে।’

বিপিএলের মাঝপথে দল ছেড়ে পাকিস্তান চলে গেছেন সিলেট টাইটান্সের পেসার মোহাম্মদ আমির। তবে দল ছাড়ার সঙ্গে আমিরের ফিক্সিং সংক্রান্ত বিষয় নেই বলে পরিষ্কার করেছেন বিসিবির এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘টিমের কম্বিনেশন অনুযায়ী তারা আর কন্টিনিউ করতে চায় নাই, এখন আমরা কন্ট্রাক্ট দেখবো।’ আগামী ১৫ জানুয়ারি থেকে বিপিএলে ঢাকা পর্ব শুরু। আপাতত মিরপুরের মাঠের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কাজ নিয়ে ব্যস্ত বিপিএলের আয়োজকরা।

এএম