বিপিএলের ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে নানা জল্পনা-কল্পনা আর শঙ্কাকে পাশ কাটিয়ে শেষ হয়েছে নিলাম কার্যক্রম। নাঈম শেখের কোটির অঙ্ক অতিক্রম করা কিংবা লিটনের প্রত্যাশিত দাম না পাওয়া ছাড়িয়ে আলোচনা মোড় নিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের দল না পাওয়া নিয়ে। যদিও ‘বিশেষ বিবেচনায়’ তাদের পরবর্তীতে দুটি দলে নেয়া হয়েছে।
লিটন, হৃদয়, নাহিদ রানাদের নিয়ে শক্তিশালী দল গড়ার পর মাহমুদউল্লাহকেও শেষ মুহূর্তে দলে ভিড়িয়ে প্রশংসা কুড়িয়েছে রংপুর রাইডার্স।
রংপুর রাইডর্স মালিকপক্ষ শাহনিয়ান তানিম বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলো। ওনার মতো প্লেয়ার যেকোনো টিমেরই প্ল্যানে থাকার কথা। আমরা ফরেন প্লেয়ারের অ্যাভেললিটির ওপর দুটি প্লেয়ার পিকআপ করেছি। ওনারা যখন আনসোল্ড ছিলেন, আমরা তখন অনেক কনফিডেন্স ছিলাম। আমরা শেষের দিকে বিড কম করেছি। ওনাকে আমরা বেস্ট প্রাইজে পেয়েছি। তবে হি ডিজার্ভ মোর।’
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকও শেষ পর্যন্ত পেয়েছেন দল। তার ঠিকানা রাজশাহী ওয়ারিয়র্স। তবে রাজশাহী কোচ হান্নান সরকার জানিয়েছেন বড় নাম নয়, টিম কম্বিনেশনই আসল শক্তি রাজশাহীর। আর সিলেটবাসীকে শিরোপা উপহার দিতে চান মেহেদি মিরাজ।
রাজশাহী ওয়ারিয়ার্স হেড কোচ হান্নান সরকার বলেন, ‘আমাদের যে প্ল্যান ছিলো সেভাবেই আমরা গিয়েছি। আমার মনে হয় আমরা প্রতিটি জায়গায় কাভার করতে পেরেছি। আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং কিছু প্লেয়ার রয়েছে। আমরা আমাদের টিমের কম্বিনেশনের জন্য যেটি বেস্ট হয় সেটিই করব।’
সিলেট টাইটান্সের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘সিলেট চ্যাম্পিয়ন হয়নি। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপকার দিতে পারি।’
আরও পড়ুন:
এদিকে, নোয়াখালীকে নিয়ে আশাবাদী হেড কোচ খালেদ মাহমুদ সুজন। আগামী পাঁচ বছরে অন্তত দুটি শিরোপা জেতাতে চান দলকে। আর ঢাকা ক্যাপিটালস গেল আসরে বাজে খেললেও এবার ঘুরে দাঁড়াতে চায়। গতবার রানার্সআপ চট্টগ্রাম এবার লক্ষ্যে অবিচল।
নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘প্রথম বছর টিম এসেছে। আপনারা প্রথম বছরই অনেক কিছু আশা করবেন এটি তো হয় না। তারপরও আমরা আপনাদের আশাহত করব না।’
আর ১২তম বিপিএলের সমালোচনা করলেও সবাইকে পাশে থাকার আহ্বান বিসিবি কর্তাদের। ফিক্সিং এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে এবার সিআইডি কর্মকর্তাদের নজর থাকবে প্রতিটি দলেই।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘সিআইডির দুইজন অফিসার থাকবেন। একজন উইথ ড্রেস আরেকজন থাকবেন প্রতিটি টিমের সঙ্গেই।’
নিলামের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিপিএলের ১২তম আসর। এবার প্রতিশ্রুতি আর প্রত্যাশার অঙ্ক মেলানোর পালা।





