বিপিএল নিলাম: ৩৫ লাখে রংপুরে মাহমুদুল্লাহ ও রাজশাহীতে মুশফিক

মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ
মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম প্রথম ডাকে দল পান নি মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এ কারণে ‘বি’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে নাম ওঠার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে আগের ক্যাটাগরিতেই নেওয়া হয়েছে।

৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহ হয়েছেন রংপুর রাইডার্সের। আর রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে মুশফিককে। স্থানীয় খেলোয়াড়দের নিলাম শেষে তারা দল পেয়েছেন।

পরে রংপুর রাইডার্স ফেসবুক পোস্টে লিখেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!’ এর আগে দল না পেয়ে মুশফিক রহস্যময় পোস্ট দেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’

আরও পড়ুন:

এর আগে নিলামের প্রথম ডাকে দেশি খেলোয়াড়দের মধ্যে নাঈম শেখকে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা লিটন দাসকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এ ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার তানজিম সাকিবের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। শেষ পর্যন্ত ৬৫ লাখ টাকায় তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। এ ক্যাটাগরিতে থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী।

এএইচ