বিপিএলের নিলামপর্ব ‘প্রায় সফল’; বিতর্ক এড়াতে প্রতি দলে থাকবে দুই সিআইডি কর্মকর্তা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়ে ‘নানা মুনির নানা মত’ আর টেকনিক্যাল কিছু সমস্যা থাকলেও; শেষ পর্যন্ত সফলভাবেই সম্পন্ন হয়েছে নিলাম। রংপুর রাইডার্স মতো পুরনো ফ্র্যাঞ্জাইজি থেকে শুরু করে সিলেট-ঢাকা, সবাই নিলাম শেষে স্বস্তির কথাই জানিয়েছেন। এদিকে, ফিক্সিং বিতর্ক এড়াতে এবারের আসরে প্রতি দলে দুইজন করে সিআইডি কর্মকর্তা থাকবেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।