সীমান্ত উত্তেজনায় তিন ক্রিকেটারের মৃত্যু, সিরিজ থেকে নাম প্রত্যাহার আফগানিস্তানের

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ
আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ | ছবি: সংগৃহীত
0

আফগান-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় আফগানিস্তানের উরগুন জেলায় তিনজন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটে। এতে পাকিস্তানে আসন্ন তিন জাতি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

গেলো মাসেই পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজনের পরিকল্পনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ টুর্নামেন্ট। নভেম্বরের ১৭ থেকে ২৯ তারিখে রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ সিরিজ।

আরও পড়ুন:

তবে সীমান্তে উত্তেজনায় ক্রিকেটারদের মৃত্যুকে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছে আফগান ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের মৃত্যুকে আফগানিস্তানের ক্রীড়া পরিবারের জন্য বড় আঘাত বলে উল্লেখ করেছে এসিবি।

নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন জাতি সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আফগানিস্তান।

এফএস