জাকের আলীর আক্ষেপ, ‘আমার রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট’

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী | ছবি: এখন টিভি
0

ব্যাটারদের ব্যর্থতায় ভারতের বিপক্ষে আরেকবার অসহায় আত্মসমর্পণ করলো টিম বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই ছাপ পাওয়া গেলো ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর চোখ-মুখে। আক্ষেপ ঝরা কণ্ঠে জানালেন, তার রান আউটই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আরও জানালেন, ম্যাচের শুরুতে অভিষেক শর্মার ক্যাচ মিসের মাশুল দিয়েছে টাইগাররা। সেই সঙ্গে নিজেদের পরিকল্পনা মাঠে কাজে না লাগাতে পারার ব্যর্থতাও স্পষ্ট করলেন টিম ক্যাপ্টেন।

সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। ভারতীয় দুই ওপেনারের পাওয়ার প্লের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক জাকের জানালেন ম্যাচ হারার কারণ।

বলা হয়, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ম্যাচের শুরুর দিকেই অভিষেক শর্মার সহজ ক্যাচ ছাড়েন জাকের। আন্তর্জাতিক পরিসরে এমন ক্যাচ ছাড়ায় হতাশ জাকেরও।

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেন, ‘পাওয়ার প্লেতে তো অবশ্যই ব্যাটারদের একটা সুবিধা থাকে। ওই সময় আমরা প্যানিক হইনি। টাইম আউটের সময় আমাদের এমন প্ল্যানিং ছিল, যাতে শান্ত থাকা যায়। আমাদের প্ল্যান অনুযায়ী বোলাররা খুবই ভালো করেছে। এ ম্যাচ থেকে অনেক ভালো কিছু নেয়ার আছে।’

আরও পড়ুন:

নিয়মিত অধিনায়ক লিটনের ইনজুরিতে দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন উইকেট কিপার ব্যাটার জাকের আলি। একমাত্র ওপেনার সাইফ হাসান ছাড়া একে একে ব্যর্থ হয়েছেন সবাই। নিজের রান আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন জাকের।

জাকের আলী বলেন, ‘আমরা শুধু ছয় মারার চিন্তা করি না, রান করতে হবে, এ চিন্তাও করি। আমরা এটা নিয়ে কাজ করছি, কীভাবে টিমের সাহায্য করা যায়। আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম, আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।’

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৪ রান থাকলেও মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় লাল-সবুজরা। মাঝের ওভারে ভালো ক্রিকেট খেললেও জাকেরের কণ্ঠে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার আক্ষেপ।

জাকের বলেন, ‘আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি। আমাদের লাস্ট কিছু ম্যাচ যদি আপনি দেখেন আমরা কিন্তু মিডল অর্ডারে খুব ভালো খেলেছি। আজকে একটা দিনে আমরা ভালো করতে পারিনি ব্যাটিং ইউনিট।’

আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) একই মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মূলত এই ম্যাচ জয়ী দলই হবে আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের প্রতিপক্ষ।

ইএ