এ ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাওয়ার প্লে-তে খুব ভালো বোলিং না করলেও, শেষ দশ ওভারে ভারতীয় ব্যাটারদের অনেকটা চেপে ধরে বাংলাদেশি বোলাররা। এতে ৬ উইকেটে ১৬৮ রান তুলতে সক্ষম হয় ভারত।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। মুস্তাফিজ, তানজিম সাকিব ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট।
আরও পড়ুন:
অন্যদিকে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে সাইফ ও পারভেজ ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুর ধাক্কাটি সামলে ভালো সংগ্রহের দিকে এগোতে থাকে বাংলাদেশ।
এরপরও ভারতের গোছানো বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের অন্য ব্যাটাররা। সাইফ দলীয় সর্বোচ্চ ৬৯ রান ও পারভেজ ২১ রান তুললেও, অন্য ব্যাটারদের কেউ-ই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে সব উইকেট হারিয়ে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।





