চ্যাম্পিয়নস ট্রফির আসর মাতাতে দুবাইয়ে হাড়ভাঙ্গা অনুশীলনে ব্যস্ত সময় পাড় করছেন তাসকিন-শান্তরা। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টে টাইগারদের পথচলা।
দুবাইয়ে ফিল সিমন্সের শিষ্যরা যখন ব্যস্ত নিজেদের শানিত করতে, তখন মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ব্যস্ত লিটন আফিফরা। টাইগার্সের হেড কোচের দায়িত্বে থাকা সোহেল ইসলামের অধীনে ১০ দিনের ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের রাডারে থাকা একাধিক ক্রিকেটার।
অনুশীলন শেষে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কথা বলেছেন এই স্পিন বোলিং কোচ। নিজেদের দিনে দলীয় পারফর্ম্যান্স দিয়ে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ-মনে করেন তিনি।
বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম বলেন, 'আমাদের ব্যাটিং ইউনিট দেখলে ওয়ান ডে খেলতে গেলে যে ধরনের ব্যাটিং ইউনিট থাকা উচিত, আমাদের সেটা আছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের ওই অ্যাপ্রোচ মাঠের মধ্যে যদি আমাদের কম্বাইন্ডলি ভালো হয় তাহেল যেকোনো দলকে আমরা হারাতে পারবো ইনশাআল্লাহ।'
যদিও মিড ওভারে উইকেট না পাওয়ায় সাকিবের অভাব ভুগাতে পারে টাইগারদের। তবে সময়ের সাথে সেই দিকেও উন্নতি করবেন মিরাজ-রিশাদরা।
সোহেল ইসলাম বলেন, 'দীর্ঘদিন একটা খেলোয়াড় একটা জায়গায় নিয়মিত রোল প্লে করেছে। আর তারা নতুন এসেছে এই রোলে। তারা ট্যালেন্টেড, তাদের হয়তো একটু সময় লাগবে, তাদের মধ্যে ওই অ্যাবিলিটি আছে।'
এদিকে সোহেলের দাবি, এবারের টুর্নামেন্টে রিশাদ-জাকেরের মতো তরুণ ক্রিকেটাররাই হতে পারেন দলের ট্রাম্পকার্ড।
সোহেল ইসলাম বলেন, 'আমাদের এই টুর্নামেন্ট ভালো খেলতে হলে টিম পারফর্ম করতে হবে। দলে জাকের আলী আছে, ওর ভালৌ হিটিং অ্যাবিলিটি আছে। রিশাদ আছে লেগ স্পিনার, ও যেকোনো সময় ইুইকেট নিতে পারে। এদের সাথে এক্সপেরিয়েন্স তাসকিন-মোস্তাফিজ আছে। সিনিয়ার খেলোয়াড়রা আছে দলে। সবমিলে পরফর্ম করতে পারলে ভালো করবে বাংলাদেশ।'