ক্রিকেট
এখন মাঠে
0

টাইগারদের সিনিয়র সহকারি কোচ হলেন মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারি কোচ হলেন মোহাম্মদ সালাউদ্দিন। আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগেও সালাউদ্দিন জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন টাইগারদের সহকারি কোচ। এবার ২০২৫ সালের মার্চ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে বেশ জনপ্রিয়তা রয়েছে সালাউদ্দিনের।

কোচ হিসেবে জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। আসন্ন উইন্ডিজ সিরিজেই তাকে দেখা যেতে পারে জাতীয় ক্রিকেট দলের ডাগআউটে।

এসএস