ক্রিকেট
এখন মাঠে
0

যথাসময়ে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএল

পূর্বঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিপিএল ক্রিকেট আসর। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এদিকে, দেশে চলমান পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনেই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক কার্যক্রম।

হাইপারফরম্যান্স টিম ও বাংলা টাইগার্স এখন চট্টগ্রামে। অন্যদিকে হাইপারফরম্যান্সেরই আরেকটি দল খেলছে অস্ট্রেলিয়ার ডারউইনে। এরইমধ্যে একাডেমি মাঠে দেখা গেল সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের নিয়মিত সদস্য জাকির হাসানকে। নিভৃতেই যেন নিজেকে প্রস্তুত করছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য।

দেশে চলমান পরিস্থিতিতে চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স ও এইচপি দলের ম্যাচ পিছিয়ে যায়। ক্রিকেটাররাও আটকা পড়েছিলেন ঢাকায়। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রমে কিছুটা ভাটা পরলেও, সরকারি নিয়ম মেনেই চলছে সার্বিক কার্যক্রম।

বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘চলমান পরিস্থিতির কারণে কয়েকদিন মাঠে খেলা ছিল না। তবে এখন আবার মাঠে খেলা শুরু হয়েছে। অনেকটা স্বাভাবিক হয়েছে। প্লেয়াররা এখন নিরাপত্তার মধ্যে চলে এসেছে। বিসিবি যে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী আগাবে।’ 

দুইমাস পরেই বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৫ এর পহেলা জানুয়ারি থেকেই বসবে বিপিএলের পরবর্তী আসর। মেগা দুটি ইভেন্ট সামনে রেখে নিজেদের মধ্যে আলোচনাও বসেছিলেন ক্রিকেট বোর্ড পরিচালকরা। তারা আস্বস্থ করেছেন পূর্বের নির্ধারতি সময় অনুযায়ী মেগা দুটি আসর মাঠে গড়াবে।

তিনি বলেন, 'বিসিবির প্লান আগের মতোই আছে যেভাবে আমাদের প্লান করা ছিল সেভাবেই আছে। যথা সময়ে সবকিছু হবে যেভাবে আমরা প্লান করে রেখেছি।'

এদিকে গুঞ্জন আছে আসন্ন বিপিএল আসর ৭ দল থেকে বাড়িয়ে করা হবে ৮ দলে। কিন্তু ব্যাপারটি এখনও আছেন আলোচনার টেবিলে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর