হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ভারতের বোলিং তোপে কাইয়ার বিদায়ের পর ওয়েসলি মাদেভেরে ও ব্রায়ান বেনেট মিলে প্রতিরোধ গড়ে তোলে। তবে সে জুটিও খুব বেশিদূর এগোতে পারেনি। স্কোরবোর্ডে ২৪ বলে ৩৪ রান আসে দ্বিতীয় উইকেট জুটিতে।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।ক্লিভ মাদান্দের ব্যাটে ১০০ পার করে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৫ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা। ভারতের হয়ে সবোর্চ্চ ৪ উইকেট নেন রবি বিঞ্চুয়। রান তাড়া করতে নেমে বেহাল দশা বিশ্বচ্যাম্পিয়নদের। দলীয় ৫০ রান পেরোনোর আগে আভিষেক শর্মা, রিতুরাজ গায়কোয়াড়,শুভমান গিলের বিদায় নিশ্চিত করে জিম্বাবুয়ে বোলাররা।
এরপর ব্যবধান কমানোয় চ্যালেঞ্জিং হয়ে পড়ে ভারতের ক্রিকেটারদের জন্য। শেষ পর্যন্ত পুরো ওভার শেষের আগে ১০২ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা। সবচেয়ে বেশি ৩ উইকেট শিকার করেন জিম্বাবুয়ের পেসার টেন্দাই চাতারা।