সবশেষ উইলিয়ামসনকে টেস্টে দেখা গিয়েছিল গেল বছরের ডিসেম্বর মাসে। এরপর নিজেকে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে সরিয়ে নেন তিনি। এইসময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নেন উইলিয়ামসন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফাঁকে নিজের সুবিধাজনক সময়ে টেস্ট ক্রিকেট খেলার কথা জানান এই ব্যাটার।
আরও পড়ুন:
অবশেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে দেখা যাবে তাকে। ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন উইলিয়ামসন। এছাড়া দলে প্রায় দেড় বছর পর এসেছেন পেসার ব্লেয়ার টিকনার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যেকার এ সিরিজ।





