ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক শুভমান গিল

শুভমান গিল
শুভমান গিল | ছবি: সংগৃহীত
0

ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। রোহিত শর্মাকে সরিয়ে তার হাতে নেতৃত্বের ভার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সদ্য সাবেক রোহিত শর্মাকে দলে নেয়া হয়েছে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। একই ভূমিকায় দলে জায়গা পেয়েছেন ভিরাট কোহলিও। মূলত ২০২৭ বিশ্বকাপের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় পেতেই গিলকে আসন্ন সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন:

আহমেদাবাদে দলের নির্বাচক অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সচিব দেভজিৎ সাইকিয়ার মধ্যেকার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই সিরিজ দিয়েই প্রথমবার ভারতের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। ইনজুরিতে পড়া হার্দিক পান্ডিয়ার বদলে স্কোয়াডে এসেছেন তিনি।

এএইচ