টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ভারতীয় বোলারদের তোপে ১৬২ রানে গুটিয়ে যায় সফরকারী দল।
জবাবে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল, ধ্রুভ জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:
তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক গিল। দিনের শুরুতে ব্যাটে নেমে জাদেজা-সিরাজদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। ৪৫ ওভার ১ বলে সবগুলো উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রোস্টন চেজের দল।
ভারতের হয়ে ১০৪ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে ৫৪ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন জাদেজা। দিল্লিতে আগামী শুক্রবার (১০ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।





